বিকুইক একাউন্টিং ক্লাউড ভিত্তিক অনলাইন একাউন্টিং সফটওয়্যার। যা -
ব্যবহার করা সহজ।
ব্যবহার করতে হিসাবরক্ষনের জ্ঞান দরকার নাই।
নিরাপত্তা এবং খরচের ক্ষেত্রে নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী।
যে কোনো ডিভাইস, যে কোনো সময় ও জায়গা থেকে ব্যবহার করা যায়।
বিকুইক একাউন্টিং এর জন্য সিস্টেম কনফিগারেশন কেমন হতে হবে?
বিকুইক একাউন্টিং সফটওয়্যার ব্যবহারের জন্য আপনার ডিভাইস বা কম্পিউটারে কোন কিছু ইনস্টল, আপডেট করার দরকার নাই। শুধু ইন্টারনেট সংযুক্ত আছে এমন যে কোনো ডিভাইসের (কম্পিউটার, মোবাইল , ট্যাবলেট, ল্যাপটপ ইত্যাদি) ব্রাউজার খুলে বিকুইক একাউন্টিং এ লগইন করুন এবং উপভোগ করুন যে কোনো সময়ে যে কোনো জায়গা থেকে।
কোন প্যাকেজ আমার জন্য সঠিক এবং মাসিক খরচ কত?
আমাদের তিন (০৩) ধরনের প্যাকেজ আছে। আপনার ব্যবসায়ের চাহিদা অনুযায়ী প্যাকেজ নির্বাচন করুন, পরবর্তীতে প্রয়োজনে আপনি প্যাকেজ পরিবর্তন করতে পারবেন। আমাদের সর্বনিম্ন প্যাকেজ মুল্য ১০০০ টাকা।
আমার মোবাইল ফোন বা ট্যাবলেটে কি কাজ করবে?
হ্যাঁ, বিকুইক একাউন্টিং ক্লাউড ভিত্তিক অনলাইন একাউন্টিং সফটওয়্যার যা ইন্টারনেট বা ওয়াইফাই সাপোর্ট করে এমন যে কোনো ডিভাইসের (কম্পিউটার,ল্যাপটপ,ট্যাবলেট,স্মার্টফোন ইত্যাদি) ওয়েব ব্রাউজার এর মাধ্যমে ব্যবহার করতে পারবেন।
ব্যবহার করার জন্য ইন্টারনেট প্রয়োজন আছে?
হ্যাঁ, বিকুইক একাউন্টিং ব্যবহার করার জন্য আপনার ইন্টারনেট সংযোগ থাকা আবশ্যক।
আমি কি অফলাইন (ইন্টারনেট ছাড়া) ব্যবহার করতে পারব?
না, বিকুইক একাউন্টিং ব্যবহার করার জন্য আপনার ইন্টারনেট সংযোগ থাকা আবশ্যক।
আমি কি সফটওয়্যার আপডেট করতে পারবো এবং কিভাবে?
ক্লাউড ভিত্তিক সফ্টওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। সুতরাং আপনাকে কোন কিছু আপডেট করতে হবে না। স্বয়ংক্রিয় আপডেটের ফলে আপনার তথ্যের কোন পরিবর্তন/পরিবর্ধন/বিয়োজন হবে না।
আমি কি ডেমো বা ট্রায়াল ভার্সন দেখতে পারব?
আমাদের ফ্রী ট্রায়াল প্যাকেজে সাবস্ক্রাইব করে বিকুইক একাউন্টিং সফটওয়্যারটি ৩০ দিন ফ্রী ব্যবহার করতে পারবেন।
যদি বিকুইক একাউন্টিং আমার জন্য সঠিক মনে হয় তাহলে আমি কিভাবে সাবস্ক্রাইব করব?
আপনার ট্রায়াল সময় শেষ হয়ে গেলে আপনাকে প্যাকেজ আপডেট করার জন্যে বলা হবে, আপনার প্রয়োজন মত প্যাকেজ সিলেক্ট করে payment এর মাধ্যমে আপনার একাউন্টটি আপডেট করতে পারবেন। আপনি Trial Period চলাকালীন সময়েও প্যাকেজ সাবস্ক্রাইব বা আপডেট করতে পারবেন।
নিবন্ধন করতে কী কী তথ্য লাগবে?
নিবন্ধন করতে আপনার নাম, ইমেল ঠিকানা এবং পাসওয়ার্ড লাগবে।
কি ভাবে সাবস্ক্রিপশন ফী প্রদান করব?
DBBL ডেবিট কার্ড, ভিসা/মাস্টার কার্ড, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সাবস্ক্রিপশন ফী দিতে পারবেন। তাছাড়া আমাদের Sales Team এর কাছে Cash payment করতে পারবেন।
আমি কি বার্ষিক ভিত্তিতে সাবস্ক্রাইব করতে পারব?
হ্যাঁ, আপনি ১২ মাসের একসাথে বা ১/৩/৬ মাস অন্তর অন্তর সাবস্ক্রিপশন ফী দিতে পারবেন।
আমি কি একাধিক কোম্পানি তালিকাভুক্ত করতে পারব?
আপনি যখন নিবন্ধন করবেন বিকুইক একাউন্টিং আপনাকে একজন ব্যবহারকারীর অনুমতি দিবে আর সেই ব্যবহারকারীর তথ্য ব্যবহার করে একাধিক কোম্পানি তালিকাভুক্ত করতে পারবেন। প্রতিটি কোম্পানির জন্য সাবস্ক্রিপশন ফী আলাদা হবে।
একাধিক ব্যবহারকারী একই সময়ে আমার কোম্পানির ফাইল অ্যাক্সেস করতে পারবে কি?
না, User Permission ছাড়া একাধিক ব্যবহারকারী আপনার কোম্পানির ফাইল অ্যাক্সেস করতে পারবে না।
.
বিকুইক ব্যবহারের সময়ই কোন সমস্যায় পড়লে আমি কি কোন সহায়তা পাব?
হ্যাঁ, আমাদের সাহায্যকারী দল আপনাদের যে কোন সমস্যা সমাধান করার জন্যে ২৪/৭ সেবা প্রদান করে। সাহায্যকারী দলের সাথে যোগাযোগ করতে লাইভ চ্যাট, সাপোর্ট টিকেট, অনকলের সাহায্য নিন।
আমি কি একাধিক কোম্পানি তালিকাভুক্ত করলে কোনো ছাড় পাবো?
না, বিকুইক একাধিক কোম্পানি তালিকাভুক্ত করলে কোন ছাড় দেয়না। তবে ৬/১২ মাসের সাবস্ক্রিপশন ফী একসাথে দিলে ১০%-২০% ছাড় দেওয়া হয়।
আমার তথ্য কতটুকু নিরাপদ?
বিকুইক ক্লাউড ভিত্তিক অনলাইন একাউন্টিং সফ্টওয়্যার হওয়ার কারণে আমরা ৯৯% নিরাপত্তা প্রদান করে থাকি এবং তথ্য সুরক্ষার ক্ষেত্রে সর্বোত্তম পদ্ধতি অনুসরণ করে থাকি।
আমি কিভাবে আমার পাসওয়ার্ড পুনরায় সেট করব বা আমার ইউজার আইডি পুনরুদ্ধার করব?
https://app.bquick.com.bd/Account/ForgotPassword
আপনার ইমেল ঠিকানা টাইপ করুন।
আপনাকে New Password সম্পর্কে একটি ইমেইল পাঠানো হবে। সেখান থেকে আপনে Password Change করতে পারবেন।